ফরচুন বিজনেস সেন্টার কি?

  • যৌথ বিনিয়োগ এর ভিত্তিতে সম্মিলিত ব্যবসায়িক প্লাটফরমের নাম হচ্ছে ফরচুন'স বিজনেস সেন্টার
  • মুলত, এই করোনা মহামারি পরিবর্তিত পরিস্থিতিতে সম্মিলিত ভাবে ব্যবসায়িক কায্যক্রম পরিচালনা করার জন্য তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
  • চায়না বাংলাদেশের যৌথ উদ্যোগে বাংলাদেশী এবং চাইনিজ ব্যবসাইয়ীদের বিনিয়োগ প্লাটফরমের নাম হচ্ছে ফরচুন'স বিজনেস সেন্টার।
  • এককথায় সম্মিলিত প্রচেষ্টায় গঠিত সল্প পুঁজিতে ব্যবসা করার একটি আদর্শ ব্যবসায়িক প্লাটফরম।
  • এই বিজিনেস সেন্টারের মাধ্যমে একজন ক্ষুদ্র, মাঝারি এবং কোটি টাকা বিনিয়োগকারী ব্যবসাইয়ী সকল ব্যবসায়িক সুযোগ-সুবিধা গ্রহন করতে পারবেন।
Learn More!

ফরচুন বিজনেস সেন্টার এর উদ্দেশ্য...

  • সল্প বিনিয়োগে আল্প ঝুকিতে মুনাফা অর্জন নিশ্চিত করাই ফরচুন'স বিজনেস সেন্টারের মূল উদ্দেশ্য।
  • এখানে যিনি বিনিয়োগকারী তিনই ক্রেতা এবং বিক্রেতা হিসাবে এই বিজিনেস সেন্টার মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করবেন।
  • এই বিজনেস সেন্টারের মাধ্যমে ১ লক্ষ আজীবন সদস্যপদ সুবিধা এবং অনলাইন শপের আদর্শ মালিকানা সুবিধা প্রদান।
  • খাদ্য, বস্র, বাসস্থান, শিক্ষা, সিকিতসা, যানবাহন এই মৌলিক চাহিদাগুলো বিবেচনা নিয়ে বিনিয়োগ করে দ্রুততম সময়ে অল্প বিনিয়োগে অধিক মুনাফা নিশ্চিত করাই ফরচুন'স বিজনেস সেন্টার এর মূল উদ্দেশ্য।
stay connected

ফরচুন বিজনেস সেন্টার এর মালিকানাঃ

  • শুরুতে ফরচুন'স বিজনেস সেন্টারের সকল কায্যক্রম ফরচুন'স গ্রুপের মাধ্যমে পরিচালিত হবে।
  • শুরুতে ফরচুন'স বিজনেস সেন্টারের ৫১% মালিকানা ফরচুন'স গ্রুপের থাকবে, আর বাকি ৪৯% মালিকানা বিনিয়োগকারী সদস্যগন প্রাপ্ত হবেন।
  • বিজনেস সেন্টারের সকল সদস্যগন ৬ মাস, ১ বছর, ৩ বছর এর সল্পমেয়াদী ইম্পোট/ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী অথবা দীরগমেয়াদী জমি, প্লট, ফ্লাট এবং অনলাইন শপ মালিকানা গ্রহন সহ পরিচালনা করার সুযোগ পাবে।

ফরচুনে বিজনেস সেন্টার গ্লোবাল উপদেষ্টাঃ

চাইনিজ নাগরিক মিঃ চ্যাঁ-

চেয়ারম্যান, ফরচুন চায়না

চাইনিজ নাগরিক মিঃ লী-

চেয়ারম্যান, সিকো গ্রুপ অব ইন্ডাস্ট্রি চায়না

চাইনিজ নাগরিক মিঃ জো-

চেয়ারম্যান, শেঞ্জেন গ্রুপ অব ইন্ডাস্ট্রি, চায়না

ফরচুন'স বিজনেস সেন্টার ব্যবস্থাপনা কমিটিঃ

মোঃ আরিফুর রহমান

চেয়ারম্যান, ফরচুন গ্রুপ

মোঃ মিজানুর রহমান

ব্যবস্থাপনা পরিচালক, ফরচুন'স এসেটস লিমিটেড

মোঃ সহিদুর রহমান

ফাইনান্স ডিরেক্টর, ফরচুন'স গ্রুপ

ইঞ্জিনিয়ার জেমিন সরকার মাহবুব

টেকনিক্যাল হেড, ফরচুন'স গ্রুপ

মুফতি মিজানুর রহমান

ব্যবসায়িক উপদেষ্টা, ফরচুন'স গ্রুপ

এ কে এম জোবায়ের

সিপিএফএ, সিপিএ, এফএমভিএ, ফিনান্সিয়াল স্পেশালিস্ট

মোঃ শাহিন শাহ

নির্বাহী পরিচালক, রিমসো ফাউন্ডেশান

ইঞ্জিনিয়ার কাজী এবাদুর রহমান

মিশিগান, ইউএসএ

মোঃ কবির আলম

ম্যানেজার, ক্রেডিট ম্যানেজমেন্ট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ

ইঞ্জিনিয়ার নাজমুস সালেহীন

পরিচালক(আইসিটি) দেশা

ফরচুন বিজনেস সেন্টার ব্যবস্থাপনা কমিটিঃ

  • ফরচুন'স বিজনেস সেন্টারের ব্যবস্থাপনা কমিটি হিসাবে ফরচুন'স গ্রুপ থেকে ৫জন এবং বিনিয়োগকারী সদস্যগনের মধ্যে থেকে ৫জন সহ মোট ১০জনের একটি পুরনাঙ্গ কমিটির সমন্নয়ে পরিচালিত হবে।
  • উল্লেখ্য যে, মোঃ আরিফুর রহমানের নেত্রিত্তে ব্যবস্থাপনা কমিটি পরিচালিত হবে এবং দৈনিক কার্যাবলী সম্পাদন করবে।

ফরচুন বিজনেস সেন্টারের হিসাব পরিচালনা ব্যবস্থাঃ

  • ফরচুন'স গ্রুপ থেকে ২জন এবং বিনিয়োগকারী সদস্যগনের মধ্যে থেকে ২জন সহ মোট ৪জনের একটি যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে সকল হিসাব পরিচালিত হবে।

ফরচুন বিজনেস সেন্টার মুনাফা গ্রহনঃ

সকল সদস্যদের থেকে প্রাপ্ত অর্থ ফরচুন'স বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করতে থাকবে এবং সদস্যদের সাথে মুনাফার অংশ শেয়ার করতে থাকবে।

প্রজেক্টের সুবিধা এবং অসুবিধা, লাভ-খথি যাচাই বাচাই করে ফরচুন'স ১/২ বছর পরে সরকারী প্রতিষ্ঠান এর সাথে সংযুক্ত হবে এবং একটি পুরনাঙ্গ প্রতিষ্ঠান গঠন করবে।

পরিচালনা পর্ষদ ব্যাংক একাউন্ট/হিসাব/অডিট/ এডমিন পরিচালনা করবে এবং ফরচুন'স বিজনেস সেন্টারের সদস্যরা প্রতিবেদনের মাধ্যমে অবহিত হবে।

ফরচুন বিজনেস সেন্টারের সদস্যপদ গ্রহন এবং নিতিমালাঃ

  • ফরচুন'স বিজনেস সেন্টার ৩টি ইনভেস্টমেন্ট বডির সমন্নয়ে গঠিত হবে।
  • ১। বিনিয়োগকারী প্রিমিয়াম সদস্য
  • ২। সাধারণ সদস্য
  • ৩। এসোসিয়েট বা সহযোগী সদস্য
নোটঃ উল্লেখ্য যে, সদস্য হওয়ার সময় নির্ধারিত ফি, জাতীয় পরিচয় পত্র কপি এবং ৩ কপি ছবি দিতে হবে অনুরুপ ভাবে নমিনির জাতীয় পরিচয় পত্র এবং ১ কপি ছবি দিতে হবে।
বিনিয়োগকারী প্রিমিয়াম সদস্যঃ
  • ১। মোট সদস্য সংখ্যা- ১০০ জন
  • ২। বিনিয়োগের ধরণ- সর্বনিন্ম ১০ লক্ষ টাকা
  • ৩। বিজিনেস সেন্টারের পরিচালনা, পরিকল্পনা এবং নীতিনির্ধারক হিসেবে বিবেচিত হবেন
বিনিয়োগকারী সাধারণ সদস্যঃ
  • ১। মোট শেয়ার সংখ্যা- ১০০০টি।(বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার টাকা)
  • ২। সদস্য হিসেবে যোগদান ফি- ১০০০০ টাকা
  • ৩। মাসিক কিস্তি প্রতি শেয়ার- ১০০০ টাকা
  • ৪। একজন সাধারণ সদস্য সর্বোচ্চ ১০ টি সাধারণ শেয়ার ক্রয় করতে পারবেন
এসোসিয়েট বা সহযোগী সদস্যঃ
  • ১। সহযোগী সদস্য ১লক্ষ জন
  • ২। সহযোগী সদস্যদের রেজিস্ট্রেশান ফি বাবদ ১০০০ টাকা